ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

ধামরাইয়ে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় সংবাদ সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৭, নভেম্বর ১৯, ২০১৭
ধামরাইয়ে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধামরাই (ঢাকা): ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের ললিতনগর গ্রামের মো. লোকমান হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে বাথুলী এক্সেল লোড কন্ট্রোল স্টেশনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লোকমানের পরিবার ও এলাকাবাসী এ ডাকাতির ঘটনায় জড়িতদের সনাক্ত করে বিচারের আওতায় আনার দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ব্যবসায়ী লোকমানের ছেলে মো. মিজানুর রহমান মিজান সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে বলেন, ১২ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে পুলিশ পরিচয়ে সাদা পোশাকে ৪ থেকে ৫ জন লোক আমাদের বাড়িতে প্রবেশ করেন। এসময় তারা ঘরের ভেতরে ২০ হাজার পিস ইয়াবা রয়েছে বলে আমাদের বাধা উপেক্ষা করে ঘর তল্লাশির নামে আসবাবপত্র ভাংচুর, চিকিৎসা ও জমিজমার প্রয়োজনীয় কাগজপত্র ছিড়ে ফেলে এবং তছনছ করেন। পরে ইয়াবা না পেয়ে আলমারির ভেতরে বাঁশ কেনার (ব্যবসার) জন্য রাখা সাড়ে চার লাখ টাকা লুট করে নেন তারা। এসময় তাদের বাধা দিলে বাড়ির লোকজনকে তারা অস্ত্রের মুখে জিম্মি করে কক্ষে আটকে রাখেন। এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।