ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

কালীগঞ্জে বাসচাপায় যশোর বিসিএমসি কলেজের ছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৬, নভেম্বর ১৯, ২০১৭
কালীগঞ্জে বাসচাপায় যশোর বিসিএমসি কলেজের ছাত্র নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে বাসচাপায় যশোর বিসিএমসি  প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের ছাত্র প্রান্ত কুমার সাহা (২৫) নিহত হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) ভোরে কালীগঞ্জ উপজেলার বৈশাখী ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রান্ত যশোর বিসিএমসি  প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র।


 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রান্তসহ তিন বন্ধু ভোরে মোটরসাইকেলে বৈশাখী ফিলিং স্টেশন এলাকা পার হচ্ছিলেন। এসময় যশোর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই প্রান্ত নিহত হন। এতে আহত হন তার বন্ধু বিজয় ও কায়েস।  
আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।