ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

রুয়েট শিক্ষককে ছুরিকাঘাতের ঘটনায় ছিনতাইকারী গ্রেফতার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২২, নভেম্বর ১৯, ২০১৭
রুয়েট শিক্ষককে ছুরিকাঘাতের ঘটনায় ছিনতাইকারী গ্রেফতার

রাবি: রাজশাহী নগরীতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষককে ছুরিকাঘাতের ঘটনায় নাইস নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছ পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) রাতে নগরীর তালাইমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, গ্রেফতার যুবককে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তাকে আদালতে পাঠানো হবে।

গত ২৪ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে নগরীর আক্ট্রোয় মোড় এলাকায় ছিনতাইয়ের শিকার হন রুয়েটের ইউআরসি ডিপার্টমেন্টের প্রভাষক সাকিব যুবায়ের। এসময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি মতিহার থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।