ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৫, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আশুলিয়ায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু  শ্রীপুর এলাকার এই বাড়িতে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে

আশুলিয়া, সাভার: আশুলিয়ার শ্রীপুর এলাকায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীপুর এলাকার মোশারফ হোসেনের বাড়ির একটি কক্ষ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহতরা হলেন- আশুলিয়ার ইপিজেডে হোপল্যান্ড কারখানার পোশাক শ্রমিক শিখা আক্তার ও দিনমজুর রানা হোসেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাকিব ইসলাম বাংলানিউজকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানা থেকে শিখার ও ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রানার মৃতদেহ উদ্ধার করে।

 

তিনি আরো জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, স্থানীয়রা জানান, তিন-চারদিন ধরে রানা ও শিখার মধ্যে ঝগড়া চলছিল। সোমবার গভীর রাত পর্যন্ত তাদের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে রানা শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।