ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

পানছড়িতে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২০, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
পানছড়িতে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার পানছড়ির নাপিতাপাড়ায় অভিযান চালিয়ে দুটি অস্ত্র, পাঁচ রাউন্ড তাজা গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে নিরাপত্তাবাহিনী সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে পানছড়ির নাপিতাপাড়ায় অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা।

রাতভর তল্লাশি চালিয়ে প্রমেশ চাকমা (৩৩) ও সোনামনি চাকমা (৩৫) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, দুই ধরনের পাঁচ রাউন্ড গুলি, ম্যাগজিন ও একসেট সেনাবাহিনীর পোষাক উদ্ধার করা হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের এখনও পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। নিরাপত্তাবাহিনীর দাবি এরা ইউপিডিএফ’র কর্মী।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।