ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

শেখ রাসেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সড়ক দুর্ঘটনায় নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৩, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
শেখ রাসেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সড়ক দুর্ঘটনায় নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে শেখ রাসেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাদল কৃষ্ণ বিশ্বাস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা পরিষদের সামনে হাঁটছিলেন বাদল। এসময় মাটি ভর্তি একটি ট্রলি (পাওয়ার টিলার) তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় বাদলকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা এসব তথ্য জানিয়েছেন।

এদিকে, তার মৃত্যুর খবর পেয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা আওয়ামী লীগ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ হাসপাতাল ও বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।