ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেএমবি নেতা সাইদুরের বিচার শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৮, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেএমবি নেতা সাইদুরের বিচার শুরু

ঢাকা: রাজধানীর কদমতলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জেএমবি’র তৎকালীন প্রধান সাইদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। আগামী ১৪ মার্চ এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এ অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

অন্য দুই আসামি হলেন- কদমতলী থানার দনিয়া নূরপুর এলাকার বাসিন্দা আব্দুল্লাহ হেল কাফী ও তার স্ত্রী আয়েশা আক্তার।

২০১০ সালের ২৫ মে এই দম্পতির বাসা থেকে সাইদুর রহমানকে গ্রেফতার করে কদমতলী থানা পুলিশ। গ্রেফতার করা হয় তাদেরকেও। এ তিনজনের বিরুদ্ধে পরে কদমতলী থানার এসআই সাইফুল ইসলাম খালিদ লিফলেট ও জেহাদি বই দখলে রেখে দেশের অভ্যন্তরে নাশকতা সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন।  

কাফী ও আয়েশা জামিনে মুক্তি পেয়ে পলাতক আছেন।

গ্রেফতারকৃত সাইদুর রহমানকে আদালতে হাজির করা হয়। তাকে অভিযোগ পড়ে শুনিয়ে দোষী না নির্দোষ বলে প্রশ্ন করা হলে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।