ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

ভোলায় ছোট মাছ দিয়ে ধরা হচ্ছে বড় মাছ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, জানুয়ারি ২৮, ২০১৭
ভোলায় ছোট মাছ দিয়ে ধরা হচ্ছে বড় মাছ ভোলায় ছোট মাছ দিয়ে ধরা হচ্ছে বড় মাছ

ভোলা: ভোলার মেঘনা নদীতে ছোট মাছ দিয়ে ধরা হচ্ছে বড় বোয়াল মাছ। নল কিংবা কাঠিবিহীন লম্বা হাতল ছাড়া শুধু স‍ূতা ব্যবহার করে ধরা হচ্ছে এসব বোয়াল।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে সদরের ইলিশা ফেরি ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ইউনুস, নূর ইসলাম, পরিমলসহ বেশ কয়েকজন যুবক সূতা ব্যবহার করে মাছ ধরছেন।

এ সূতায় শুধু বোয়াল মাছই ধরা পড়ে।

সূতার বর্শিতে বোয়ালের আদার (খাবার) হিসেবে ব্যবহার করা হয় পুঁটি, চলা, মলন্দা ও চাপিলা প্রজাতির ছোট ছোট মাছ। ওই মাছ খেতে এসেই ফাঁদে পড়ে বোয়াল।

মাছ শিকারী ইউনুস বাংলানিউজকে বলেন, বোয়ালের প্রিয় খাবার হলো ছোট ছোট মাছ। তাই আদার হিসেবে ছোট মাছ ব্যবহার করা হয়। এসব ছোট মাছ তারা জেলেদের কাছ থেকে ২শ’ থেকে ৪শ’ টাকা কেজি দরে ক্রয় করে থাকেন। ভোলায় ছোট মাছ দিয়ে ধরা হচ্ছে বড় মাছ

তিনি আরও বলেন, বর্শিতে সাধারণত ২ থেকে ৮ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়ে।

শিকারী রমিজ বাংলানিউজকে বলেন, শীত মৌসুমে সূতা দিয়ে মাছ শিকার করা হয়। এ সময় বোয়াল গভীর নদী থেকে খাবারের সন্ধানে তীরের কাছাকাছি চলে আসে।

স্থানীয়রা জানান, মাছ ধরার পর শিকারীরা মাছ বিভিন্ন আড়তে ও খুচরা বাজারে বিক্রি করে থাকে। এতে অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

শুধু ইলিশা ফেরিঘাট নয়, ভোলা খেয়াঘাটসহ বিভিন্ন পয়েন্টে শতাধিক বেকার যুবক এভাবে মাছ ধরে খুঁজে পেয়েছেন কর্মসংস্থান।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।