ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এরআগে মঙ্গলবার সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে তাকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর এইচএসসি পরীক্ষা স্থগিত করার জন্য শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু মধ্যরাতের পর রাত ৩টায় পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মঙ্গলবার শিক্ষার্থীরা সচিবালয়ে জোর করে ঢুকে পড়ে গাড়ি ভাঙচুর করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে তাদের বের করে দেয়।
অভিযোগ রয়েছে, শিক্ষা সিদ্দিক জোবায়ের পরীক্ষা স্থগিতের পক্ষে ছিলেন না। এ কারণে তাকে প্রত্যাহার করা হয়।
এমআইএইচ/জেএইচ