ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

মাইলস্টোনের দগ্ধদের চিকিৎসায় ভারতীয় মেডিকেল টিম ঢাকায়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৩, জুলাই ২৩, ২০২৫
মাইলস্টোনের দগ্ধদের চিকিৎসায় ভারতীয় মেডিকেল টিম ঢাকায়

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পরিপ্রেক্ষিতে অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ভারত থেকে ঢাকায় এসেছে চার সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছায় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, মেডিকেল দলের চার সদস্যের মধ্যে রয়েছেন দুজন বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক এবং দুজন অভিজ্ঞ নার্স। তারা দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সাফদারজং হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক, যা ভারতের অন্যতম প্রথিতযশা সরকারি হাসপাতাল হিসেবে সুপরিচিত।

ভারতীয় এই চিকিৎসক দল আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার হাসপাতালগুলোয় চিকিৎসাধীন দগ্ধ রোগীদের সরেজমিনে দেখতে যাবেন।

এর আগে, বিমান দুর্ঘটনার পর অগ্নিদগ্ধদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক চিঠি দেয় ভারত সরকার। ভারতের প্রধানমন্ত্রী মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার প্রস্তাব দেন। ওই প্রস্তাবের ভিত্তিতে মঙ্গলবার ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে চিকিৎসক পাঠানোর অনুমতির অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতেই মেডিকেল দলটি ঢাকায় আসে।

উল্লেখ্য, গত সোমবার ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ২৯ জন নিহত এবং অন্তত ১৭০ জন আহত হয়েছেন।

টিআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।