ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

বাংলাদেশকে শেহবাজ শরীফের অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, জুলাই ২৩, ২০২৫
বাংলাদেশকে শেহবাজ শরীফের অভিনন্দন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ: ফাইল ফটো

ঢাকা: পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

বুধবার (২৩ জুলাই) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স' য়ে  এক বার্তায় এ অভিনন্দন জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বার্তায় বলেন, পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন।

পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। আমি আমাদের ক্রিকেট দলের উজ্জীবিত পারফরম্যান্সের জন্যও প্রশংসা করি।  

তিনি আরও বলেন, জয়-পরাজয় খেলারই অংশ, এবং এটাই হলো ক্রীড়াপ্রেমের প্রকৃত চেতনা। আমাদের দুই দেশের মধ্যে এ ক্রীড়ার সম্পর্ক আমাদের জনগণকে ঐক্যবদ্ধ এবং আমাদের বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।

টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।