ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সিসিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩০, জুলাই ২৩, ২০২৫
বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সিসিক

সিলেট: নগরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে নগরভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নগরে প্রায় এক লাখ হোল্ডিং রয়েছে, আর জনসংখ্যা প্রায় ১০ লাখ। প্রতিদিন এখানে প্রায় ৫০০ টন বর্জ্য উৎপন্ন হচ্ছে। এই বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ সিটি করপোরেশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে আমরা আন্তরিকতার সঙ্গে সে কাজটি করে যাচ্ছি।

তিনি আরও জানান, বর্জ্য ব্যবস্থাপনায় আরও গতি আনতে সিসিক একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে সব শ্রেণি-পেশার মানুষের মতামত গ্রহণ করা হচ্ছে। নগরের প্রতিটি নাগরিক এ বিষয়ে পরামর্শ দেওয়ার সুযোগ পাবেন।

সভাটি সঞ্চালনা করেন সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন। স্বাগত বক্তব্য রাখেন সিসিকের সচিব মো. আশিক নূর।

সভায় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নগরের বর্জ্য ব্যবস্থাপনা–সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন বেসরকারি সংস্থা এসএনভি'র ক্লাস্টার কো-অর্ডিনেটর রহিমা বেগম।

সভায় মূল্যবান পরামর্শমূলক বক্তব্য রাখেন, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী ও সমাজসেবিকা শামা হক চৌধুরী, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুর ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইমজা সিলেটের সভাপতি আশরাফুল কবির ও সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, কলামনিস্ট ও সাংবাদিক আফতাব চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, দৈনিক মানবজমিন-এর সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খসরু, সমকালের প্রতিনিধি ফয়সল আহমদ বাবলু, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি নাজমুল কবির পাভেল, বেলা’র বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আক্তার, অ্যাডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, পরিবেশ সংগঠন ‘ধরিত্রি রক্ষায় আমরা (ধরা)’র সদস্য সচিব আব্দুল করিম কিম, সিলেট ভয়েস-এর প্রকাশক রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরী, এফআইভিডিবি'র সমন্বয়ক হাসান চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের হিসাব রক্ষণ কর্মকর্তা আবু বকর সিদ্দিকী, এবং হাউজিং এস্টেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুছ মাসুম প্রমুখ।

এনইউ/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।