ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

দলগুলোর কাছে সার্চ কমিটির নাম আহ্বান কাঙ্ক্ষিত নয়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৯, জানুয়ারি ২৮, ২০১৭
দলগুলোর কাছে সার্চ কমিটির নাম আহ্বান কাঙ্ক্ষিত নয়

ঢাকা: নতুন নির্বাচন কমিশন গঠন বিষয়ে সার্চ কমিটির পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে নাম আহ্বান করাকে কাঙ্ক্ষিত নয় বলে উল্লেখ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। 

রোববার (২৮ জানুয়ারি) সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে বলেছেন, দক্ষ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের উদ্দেশে সার্চ কমিটি গঠন করা হয়েছে। এমন ব্যক্তিদের নাম সুনির্দিষ্ট করা সার্চ কমিটির দায়িত্বের মধ্যে পড়ে।

নাম জমা দেওয়া রাজনৈতিক দলের দায়িত্ব নয়।  

তারা আরও বলেছেন, রাজনৈতিক দলগুলো নাম জমা দিলে, সেসব নাম নিয়ে নানা প্রশ্ন উঠতে পারে। এতে করে নির্বাচন কমিশনের জন্য দক্ষ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া ক্ষতিগ্রস্থ হতে পারে।

এ সময় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে সিপিবি’র নেতারা এসব বিষয়ে সতর্ক থাকার কথা বলেছিলেন বলেও উল্লেখ করেন।

সার্চ কমিটির কর্মকাণ্ড যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন। সার্চ কমিটি প্রশ্নবিদ্ধ হলে নির্বাচন কমিশনও প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ তৈরি হবে বলেও বিবৃতিতে বলা হয়।

নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির কাছে সিপিবি কোনো নাম জমা দেবে না বলে বিবৃতিতে নেতারা উল্লেখ করেন।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এসআরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।