শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় খানহাটি গ্রামের নুর ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে খানহাটি গ্রামের নুর ইসলাম ও তার ভাই আজহারের পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।
বাড়ির মালিক নুর ইসলাম বাংলানিউজকে জানান, তিনি শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছিলেন। খবর পেয়ে বাড়ি ফিরে দেখেন সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আসবাবপত্র ও ঘরসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নবাবগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই ) শফিক সুমন বাংলানিউজকে জানান, এ বিষয়ে থানায় কেউ অবগত করেননি।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এনটি