ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

মাদক বিক্রেতা-সেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, জানুয়ারি ২৮, ২০১৭
মাদক বিক্রেতা-সেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ মাদক বিক্রেতা-সেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রতিমন্ত্রী পলকের-ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় মাদক বিক্রেতা ও সেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে সিংড়া উপজেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কমিটির সভায় এ নির্দেশ দেন তিনি। এসময় তিনি মাদকের সঙ্গে সম্পৃক্ত সবার তালিকা করারও কথা বলেন।

উপজেলা কৃষি ভবন হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান।   মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডলসহ সব ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

এর আগে সকাল ৯টার দিকে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপজেলার দমদমা পাইলট স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।