ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

বাংলাদেশ পৃথিবীর মডেল হওয়ার পথে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, জানুয়ারি ২৮, ২০১৭
বাংলাদেশ পৃথিবীর মডেল হওয়ার পথে মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে লাভা মেয়র কাপ ক্রিকেট লিগ-২০১৬ এর ফাইনাল ম্যাচের উদ্বোধন

মধুপুর (টাঙ্গাইল): আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘দেশ ও জাতি হিসেবে বাংলাদেশ পৃথিবীর মডেল হওয়ার পথে। এক্ষেত্রে ক্রিকেটের বিশেষ ভূমিকা রয়েছে। ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশ রয়েল বেঙ্গল টাইগারের মত ব্র্যান্ডিং হবে।’

শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে লাভা মেয়র কাপ ক্রিকেট লিগ-২০১৬ এর ফাইনাল ম্যাচ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, দেশে এখন খেলাধুলার সুযোগ-সুবিধার অনেক সংকট।

ফলে দেশের তরুণরা বিপথগামী হচ্ছে। এমন আয়োজন বিপথগামী অনেক তরুণকে সঠিক পথে ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে।

মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ শুরুতে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি।

এ সময় উপস্থিত ছিলেন- বিটিআরসি’র সহকারী পরিচালক প্রকৌশলী জাহিদুল ইসলাম, গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড এর চিফ অপারেটিং অফিসার (সিওও) জহুরুল হক বিপ্লব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা খন্দকার আব্দুল গফুর মন্টু, বাপ্পু সিদ্দিকী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এনটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।