শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে লাভা মেয়র কাপ ক্রিকেট লিগ-২০১৬ এর ফাইনাল ম্যাচ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, দেশে এখন খেলাধুলার সুযোগ-সুবিধার অনেক সংকট।
মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ শুরুতে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি।
এ সময় উপস্থিত ছিলেন- বিটিআরসি’র সহকারী পরিচালক প্রকৌশলী জাহিদুল ইসলাম, গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড এর চিফ অপারেটিং অফিসার (সিওও) জহুরুল হক বিপ্লব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা খন্দকার আব্দুল গফুর মন্টু, বাপ্পু সিদ্দিকী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এনটি/টিআই