শনিবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নজরুল নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বিলদহর গ্রামের আমেদ আলীর ছেলে।
নাটোর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার অশোক চক্রবর্তী বাংলানিউজকে জানান, প্রায় দেড়/দুই মাস ধরে মালঞ্চি-ইয়াছিনপুর এলাকায় রেলের পাশের গাছ কাটার কাজ চলছে।
বন বিভাগ থেকে টেন্ডারের মাধ্যমে পাবনার মোল্লা ফার্নিচার কাজ পেয়ে রেলের পাশের এসব গাছ কাটার কাজ করছেন।
সকালে শ্রমিকরা গাছ কাটার সময় একটি গাছ রেল লাইনের ওপরে পড়ে যায়। গাছটি রেল লাইন থেকে সরিয়ে নিতে ব্যর্থ হন তারা। ঠিক ওই মুহূর্তে রাজশাহী থেকে সৈয়দপুরগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন ঢুকে পড়ে এবং লাইনের ওপর পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় ট্রেনটি ঝাকুনি দিলেও অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।
এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর ট্রেনের ধাক্কায় ছিটকে যাওয়া গাছের আঘাতে নজরুল নামে এক শ্রমিক মারাত্মক জখম হন।
এ অবস্থায় নজরুলকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, গাছের গুড়ির আঘাতে ট্রেনের ইঞ্জিন চালিত বগির সামনের অংশের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে ট্রেনটি চলাচলে বিঘ্নিত হচ্ছিল। পরে নাটোর স্টেশনে ঠিকঠাক করার পর নির্ধারিত সময়ের এক ঘণ্টা বিলম্বে ট্রেনটি চিলাহাটির উদ্দেশে ছেড়ে যায়।
গাছ কাটার বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের আগে থেকে অবহিত করা থাকলে ট্রেনের চালককে সর্তক করে দেওয়ার সুযোগ থাকতো। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আরবি/