শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগই বিদেশিদের কাছে ধর্না দেয়।
জাতিসংঘ একটি নিরপেক্ষ সংস্থা। বাংলাদেশে যে হারে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, গণতান্ত্রিক পথগুলো ক্রমান্বয়ে সংকুচিত করছে, সেখানে জাতিসংঘ কথা বলতে পারে। তবে আমরা রাজনৈতিক দল হিসেবে রাজনীতিকভাবেই কাজ করবো যোগ করেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, আগে যেভাবে নির্বাচন হয়েছে এবারেও সেভাবে হবে। এটা অনেক আগে থেকেই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাষ্ট্রপতির সঙ্গে বসার পর আরো একবার বসার কথাও বলেছিলেন তিনি। কিন্তু চূড়ান্ত করার আগে আর বসা হয়নি। নির্বাচন কমিশন গঠন করার বিষয়ে আর ডাকার প্রয়োজন হয় না, কারণ, এটা তো আগের একটি প্রক্রিয়া মাত্র। সার্চ কমিটি দৃশ্যত একটি নির্বাচন কমিশন গঠন করবে, কিন্তু বাস্তবতা হলো, যারা সার্চ কমিটির তালিকা দিয়েছেন, নির্বাচন কমিশনের তালিকাও তারাই দেবেন। আমরা যদি দেখি, নতুন নির্বাচন কমিশন বর্তমান কমিশনের মতো একই চরিত্রের, তবে সেটা মেনে নেওয়ার প্রশ্ন আসে না।
বাকেরগঞ্জের দলীয় কোন্দলের বিষয়ে তিনি বলেন, দীর্ঘ নয় থেকে ১০ বছর ধরে এতো অত্যাচার-নির্যাতনের পরও যে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা বা কোন্দল রয়েছে, সেটা প্রমাণ করে যে মানুষের সমর্থন নিয়ে বিএনপি নেতারা পিছিয়ে যাননি এবং বিএনপি ছোট দলও নয়। আর রাজনৈতিক দলগুলোতে নেতৃত্ব নিয়ে নিয়মতান্ত্রিক প্রতিযোগিতা থাকবে, সেটাই স্বাভাবিক। তবে নিজের স্বার্থের জন্য পাবলিক বা অন্য কাউকে যদি হেয় করা যাবে না।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। এতে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান।
এ সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা বিএনপি পাল্টা-পাল্টি কর্মসূচি দেওয়ায় বাকেরগঞ্জ পৌর শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পরে আবুল হোসেনের বাস ভবনে সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এমএস/এসআই