ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় একব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, জানুয়ারি ২৮, ২০১৭
রাজধানীতে ট্রেনের ধাক্কায় একব্যক্তির মৃত্যু

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোডের শেওয়া রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় একব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) মো. রবিউল্লাহ বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি আরও জানান, সকাল সাড়ে ১০টার দিকে শেওরা রেলক্রসিং পার হওয়ার সময় ওই ব্যক্তিকে জামালপুরগামী একটি ট্রেন ধাক্কা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের আনুমানিক বয়স ৪০ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সন্ধায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই রবিউল্লাহ।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এজেডএস/এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।