ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

ক্রীড়া প্রতিযোগিতায় চুনে মুখ পুড়ে ১০ শিক্ষার্থী হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, জানুয়ারি ২৮, ২০১৭
ক্রীড়া প্রতিযোগিতায় চুনে মুখ পুড়ে ১০ শিক্ষার্থী হাসপাতালে ক্রীড়া প্রতিযোগিতায় চুনে মুখ পুড়ে ১০ শিক্ষার্থী হাসপাতালে-ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চুনে মুখ পুড়ে ১০ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে ওই শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।



আহত শিক্ষার্থীরা হলো- রিফাত তানজিবা, তৌফিকা হক, নিশাত তাজরীন, বর্ষা, বর্ণ, মৌমিতা, রুকাইয়া জাহান, অনামিকা ও মনিরা জান্নাত মিম।

শিক্ষার্থীদের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর অসুস্থ শিক্ষার্থী মনিরাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রক্ষদর্শী সূত্র জানায়, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শফিকুল ইসলাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

খেলার একপর্যায়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বিস্কুট দৌড় প্রতিযোগিতা শুরু হলে ময়দার পরিবর্তে চুন সরবরাহ করা হয়। এসময় পেছনে হাত বাঁধা অবস্থায় প্রতিযোগী শিক্ষার্থীরা ময়দার পরিবর্তে চুন দিয়ে ঢেকে রাখা বিস্কুট ফু দিয়ে মুখ নিলে মুখ পুড়ে যায়।

উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা সরকার বাংলানিউজকে জানান, অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ সরকার বাংলানিউজকে জানান, আক্রান্তদের চিকিৎসা চলছে। গুরুতর অসুস্থ এক শিক্ষার্থীকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।