ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, জানুয়ারি ২৮, ২০১৭
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (১৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ঘোগাদহ ইউনিয়নের মরাটারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম মরাটারী গ্রামের আবু সুফিয়ানের ছেলে ও ঘোগাদহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র ছিলো।

আহত মোটরসাইকেল চালক হাফিজুল হককে (২৫) গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রওশন কবির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।