শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বিলবোয়ালিয়া মাঠের মধ্যে ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বকুল হোসেনের বাড়ি বোয়ালিয়া গ্রামে।
পুলিশ ও গুলিবিদ্ধ বকুল হোসেন জানান, দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে করে দৌলতপুর যাচ্ছিলেন বকুল। পথে বিলবোয়ালিয়া মাঠের মধ্যে ব্রিজের কাছে আগে থেকে ওঁৎ পেতে থাকা পাঁচ-ছয়জন ছিনতাইকারী বেরিকেড দিয়ে বকুলকে মোটরসাইকেল থামাতে বাধ্য করে। এসময় ছিনতাইকারীরা বকুলকে পিটিয়ে আহত করে। একপর্যায়ে তারা বকুলের বাম পায়ে গুলি করে ব্রিজের নিচে ফেলে রেখে তার মোটরসাইকেল নিয়ে যায়।
এসময় বকুলের চিৎকারে পথচারীরা এসে গুলিবিদ্ধ বকুলকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এসআই