শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে এসব দাবি সম্বলিত ফেস্টুন-ব্যানার নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দাঁড়িয়েছিল কয়েকশ তরুণ-তরুণী। নগরীর বিভিন্ন ওয়ার্ডে কয়েক’শ কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে এমন অভিযোগ তুলে ঢাকা ও চট্টগ্রামভিত্তিক প্রাণী কল্যাণে নিয়োজিত বেশ কয়েকটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।
কর্মসূচিতে অনেকেই নিয়ে এসেছেন কুকুরছানা। তারা কুকুরছানাকে পরম যত্মে বুকে আগলে রেখে বুঝাতে চেয়েছেন কুকুরের প্রতি ভালোবাসা।
কর্মসূচিতে অংশ নেওয়া ‘প’স ট্রান্সপোটেশন ইন ঢাকা’র প্রতিষ্ঠাতা আরমান বাংলানিউজকে ‘নগরীর অনেক জায়গায় কয়েকশ কুকুর মেরে ফেলা হয়েছে। নগরীতে হওয়ায় হয় সিটি করপোরেশন করেছে, না হয় ওয়ার্ডভিত্তিক কাউন্সিলর অফিসের পক্ষে এসব কুকুর মেরে ফেলার কথা রয়েছে। কিন্তু তারা এটি স্বীকার করছে না। যারাই মারুক না কেনো আমরা এই হত্যা বন্ধের দাবি জানাচ্ছি। ’
কর্মসূচিতে অংশ নেওয়া আরেক সংগঠন এশিয়ান ইউনির্ভার্সিটি ফর উইমেন অ্যানিমল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য আসিয়া খানম বাংলানিউজকে বলেন, ‘আমরা গত তিন বছর ধরে নগরীর বিভিন্ন জায়গায় রাস্তার কুকুরদের নিয়ে কাজ করছি। আমরা তাদের খাবার খাওয়াই, যত্ন নিই। কিন্তু কখনো দেখিনি তারা আমাদের ওপর শুধু শুধু তেড়ে আসতে। তাই এসব নিরীহ প্রাণীকে হত্যা করা অন্যায়। ’
তিনি আরও বলেন, ‘কুকুর হত্যা নয়, ভ্যাকসিন প্রয়োগই সমাধান। আমরা আমাদের সংগঠনে পক্ষ থেকে গত বছর বিভিন্ন জায়গায় কুকুরদের কাছে ভ্যাকসিন প্রয়োগ করেছি। এতে ভালো সমাধান পেয়েছি। ’
রাইস ফর প নামের আরেকটি সংগঠনের উদ্যোক্তা নিশা ভট্টাচার্যের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, ‘কুকুর হত্যা নয়, বরং টিকাদান ও জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির (বন্ধ্যাকরণ) জন্য বিনিয়োগ করতে সিটি করপোরেশনের প্রতি আমাদের দাবি রইল। ’
গত মঙ্গল ও বুধবার নগরীর ঘাটফরহাদবেগ, মোহাম্মদপুর ও উত্তর আগ্রাবাদে চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা বিষ খাইয়ে বেওয়ারিশ কুকুর নিধন করছে বলে অভিযোগ তোলেন স্থানীয়রা।
এর প্রতিবাদে শুক্রবার (২৭ জানুয়ারি) ঢাকার সার্ক ফোয়ারার সামনে স্বতঃস্ফূর্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এবার চট্টগ্রাম নগরীতেও একই কর্মসূচি পালিত হলো। তবে কুকুর হত্যার অভিযোগ অস্বীকার করেছে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগগুলো।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
টিএইচ/টিসি