ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

সেনবাগে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, জানুয়ারি ২৮, ২০১৭
সেনবাগে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আলম এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- উপজেলার কাবিলপুর ইউয়িনের মহিদিপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে আনোয়ার হোসেন সুজন (২২) ও একই উপজেলার কৈশারপাড়া ইউনিয়নের হাতিয়াবাড়ি গ্রামের আবদুস সামাদের ছেলে সোলেমান পারভেজ (২৭)।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বাংলানিউজকে জানান, সকালে কাবিলপুর ইউনিয়ন থেকে বাংলা মদসহ মাদক ব্যবসায়ী আনোয়ারকে আটক করা হয়।

দুপুর ১২টার দিকে কৈশারপাড় এলাকা থেকে ইয়াবাসহ সোলেমানকে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক আনোয়ারকে দুই মাসের ও সোলেমাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।