মন্ত্রী বলেন, সার্চ কমিটিতে যারা সদস্য হয়েছেন তারা দেশের দামি, জ্ঞানি ব্যক্তি এবং ভালো মানুষ। এর চেয়ে ভালো কমিটি হতে পারে না।
এনিয়ে বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক সম্মেলনে যে অভিযোগ করেছেন তা রাবিশ বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জে কে মডেল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, হবিগঞ্জ-৩ আসনের এমপি মো. আবু জাহির ও হবিগঞ্জ-১ আসনের এমপি আব্দুল মুনিম চৌধুরী বাবু। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী।
শতবর্ষ পূর্তি অনুষ্ঠান উদযাপন কমিটির আয়োজনে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়। পরে শতবর্ষ উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী।
এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এসআই