ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

এমপি লিটন সুন্দরগঞ্জের সংগ্রাম, তাই হত্যা করা হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, জানুয়ারি ২৮, ২০১৭
এমপি লিটন সুন্দরগঞ্জের সংগ্রাম, তাই হত্যা করা হয়েছে এমপি লিটন সুন্দরগঞ্জের সংগ্রাম, তাই হত্যা করা হয়েছে-ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, এমপি লিটন সুন্দরগঞ্জের সংগ্রাম। এটিই তার অপরাধ, আর এ অপরাধেই তাকে হত্যা করা হয়েছে।

এমপি মঞ্জুরুল ইসলাম লিটন স্মরণে শনিবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সুন্দরগঞ্জ ডি-ডব্লিউ কলেজ মাঠে আয়োজিত নাগরিক শোকসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জামায়াত অধ্যুষিত এলাকা সুন্দরগঞ্জ।

কিন্তু লিটন তার জনপ্রিয়তায় এ এলাকায় আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। এ কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের বিচার হবেই।

নাগরিক শোকসভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন প্রমুখ।

এছাড়া শোকসভায় জেলা ও উপজেলা পর্যায়ের স্থানীয় নেতাকর্মীসহ হাজার হাজার নারী-পুরুষের সমাগম ঘটেছে। উপজেলা শহর ও গাইবান্ধা সুন্দরগঞ্জ পাকা সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।