শনিবার (২৮ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
জব্দকৃত জালের মধ্যে রয়েছে- দুই লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ১০ হাজার মিটার চরগড়া, দুইটি বাধা জাল।
কোস্টগার্ড পশ্চিম জোনের কন্টিজেন্ট কমান্ডার মো. আমির হোসেন বাংলানিউজকে জানান, উপকূলীয় নদ নদীতে জাটকা নিধন বন্ধে ১০ জানুয়ারি থেকে অভিযান শুরু হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এ অভিযান চলবে।
তিনি আরও জানান, কাউখালীসহ জেলার সন্ধ্যা, কঁচা ও কালিগঙ্গা নদীতে নিয়মিত অভিযান চলছে। এজন্য পিরোজপুরের স্বরূপকাঠীতে কোস্টগার্ডের একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এনটি