ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

চাঁদপুরে ইয়াবাসহ আটক ২ যুবক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১২, জানুয়ারি ২৮, ২০১৭
চাঁদপুরে ইয়াবাসহ আটক ২ যুবক কারাগারে চাঁদপুরে ইয়াবাসহ আটক ২ যুবক কারাগারে-ছবি: বাংলানিউজ

চাঁদপুর: চাঁদপুর শহরের পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৭৩ পিস ইয়াবাসহ দুই যুবককে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) দিনগত রাতে তাদের আটক করে ডিবি।

আটক ব্যক্তিরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মো. সজিব হোসেন সেতু (২০) ও শহরের স্বর্ণখোলা রোডের মিনা বেপারি বাড়ির বাসিন্দা মোশারফ হোসেন টিটু মিজির ছেলে মাহমুদুল হাসান ভুট্টু (২১)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ফয়সাল শপিং সেন্টারের সামনে থেকে তিন পিস ইয়াবাসহ সেতুকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী কাদের এন্টারপ্রাইজ চা দোকানের সামনে থেকে ৭০ পিস ইয়াবাসহ ভুট্টুকে আটক করা হয়।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. আহসানুজ্জামান বাংলানিউজকে জানান, আটক ওই দুই যুবকের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।