ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

বরগুনায় ২ মাদক বিক্রেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, জানুয়ারি ২৮, ২০১৭
বরগুনায় ২ মাদক বিক্রেতা কারাগারে

বরগুনা: বরগুনায় দুই মাদক বিক্রেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে আমতলী আদালতের মাধ্যমে তাদের বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) দিনগত রাতে জেলার আমতলী ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করে পটুয়াখালী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-আট এর সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন-পাথরঘাটা উপজেলার কালিবাড়ি এলাকার মো. সুলতান মিয়ার ছেলে ইমরান হোসেন (২৫) ও আমতলী উপজেলার চুনাখালী গ্রামের মৃত সুলতান শিকদারের ছেলে মো. আব্দুল মতিন (৩৫)।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-আট এর পটুয়াখালী ক্যাম্পের একটি দল ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে সুলতান ও মতিনকে আটক করে। এ সময় তাদের কাছে ১০ গ্রাম হেরোইন, ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট পাওয়া যায়।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।