ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

আলমডাঙ্গায় ১০ মাদক বিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, জানুয়ারি ২৮, ২০১৭
আলমডাঙ্গায় ১০ মাদক বিক্রেতার কারাদণ্ড

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ১০ মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের আব্দুল মান্নান (২৬), আজম (৩৫), চুয়াডাঙ্গা বেলগাছী গ্রামের জুবায়ের (৩৫), আলমডাঙ্গা কোর্টপাড়ার রিয়াজ উদ্দিন মামুন (২৭), কুষ্টিয়ার জগতি এলাকার আজাদ (৩৫), শামিম (৩৫), রুবেল (২৫), আলমডাঙ্গার নান্দবারের রবিউল ইসলাম (৩৫), মিরপুর পোড়াদাহর টুটুল (২৫) ও মোড়ভাঙ্গা গ্রামের রুবেল (২৫)।

পুলিশ জানান, আলমডাঙ্গা পৌর শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরাভাবে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন ওই ১০ জন।

খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও আজাদ জাহান। এসময় মামুনের কাছ থেকে এক কেজি এবং বাকি নয়জনের থেকে চারশ’ থেকে পাঁচশ’ গ্রাম করে প্রায় ছয় কেজি গাঁজা জব্দ করা হয়।

পরে রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মামুনকে এক বছরের ও বাকি নয়জনকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।