ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কমবে তাপমাত্রা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১২, জানুয়ারি ২৭, ২০১৭
কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কমবে তাপমাত্রা আবহাওয়া/ফাইল ছবি

ঢাকা: শুক্রবার রাতেই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সকালেও দেশের বিভিন্ন জায়গা কুয়াশাচ্ছন্ন থাকবে। সপ্তাহের অন্যান্য দিন রোদের তেজ থাকলেও রাতে সারাদেশে তাপমাত্রা কমবে, জান‍াচ্ছে আবহাওয়া বিশ্লেষকরা।

আবহাওয়া অধিদফতর বলছে, শুক্রবার (২৭ জানুয়ারি) সারাদেশেই আকাশ ছিলো মেঘলা। আদ্রতার কারণে আবহাওয়া ছিলো শুষ্ক।

রাতে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এ সময় কোনোভাবেই গাছে সার এবং সেচ দেওয়া যাবে না।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
আরআর/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।