ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

মাগুরায় চাতালের আগুনে পুড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩২, জানুয়ারি ২৬, ২০১৭
মাগুরায় চাতালের আগুনে পুড়ে শিশুর মৃত্যু

মাগুরা: মাগুরা শহরের পুলিশ লাইন এলাকায় ধানের চাতালের তুষের আগুনে পুড়ে রাহুল (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। সে ওই চাতালের শ্রমিক রবিউল ও রেহানা দম্পতির ছেলে।

 

একই চাতালের শ্রমিক রাহেলা বেগম জানান, পুলিশ লাইন এলাকার সাবু শরীফের ধানের চাতালে শ্রমিকের কাজ করেন রবিউল ও রেহানা দম্পতি। মিলের ভেতরেই তারা দুই ছেলে নিয়ে বসবাস করেন।

ধান সেদ্ধ করার পর চুলাটি উন্মুক্ত ছিল। বিকেল ৫টার দিকে সবার অজান্তে মিলের ধান সেদ্ধ করা তুষের চুলার ভেতরে পড়ে যায় রাহুল। তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার বিকাশ শিকদার শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সদর থানার উপ পরিদর্শক (এসআই) মিলন হোসেন জানান, বিয়ষটি পুলিশ অবগত নয়। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।