সেখানে তিনি প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন। এ সময় সেখানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজুলুল করিম সেলিম এমপি, ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য এস এম কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
এরপর দুপুর ১টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। বর্তমানে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় অবস্থান করছেন। টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে রাত্রিযাপন করছেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় দুইদিনের সফরে হেলিকপ্টারে করে ঢাকা থেকে গোপালগঞ্জে আসেন তিনি। শনিবার দুপুর আড়াইটায় তিনি টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসআই