ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

ফুলবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, জানুয়ারি ২৬, ২০১৭
ফুলবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত ফুলবাড়িয়া কলেজ সরকারিকরণের দাবিতে হরতাল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে ডাকা আধাবেলা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল পালিত হয়।

সকালে হরতালের সমর্থনে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে।

এ সময় সদরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিলো। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- কলেজ সরকারিকরণ দাবি আদায় কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম আবুল হাশেম, অধ্যাপক রুহুল আমিন, ইকবাল হোসেন, আব্দুল মতিন, প্রভাষক জিল্লুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

গত বছরের ২৭ নভেম্বর ফুলবাড়িয়া কলেজ সরকারিকরণের দাবিতে পুলিশ-আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও পথচারী সফর আলী নিহত হন।

এরপর ময়মনসিংহ সার্কিট হাউজে প্রশাসন জনপ্রতিনিধি ও আন্দোলনকারীদের মধ্যে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে আন্দোলনকারীরা কয়েকটি দাবি উত্থাপন করে। কিন্তু সেই দাবি পূরণ না হওয়ায় ফের আন্দোলন শুরু হয়েছে বলে জানান অধ্যাপক এস.এম.আবুল হাশেম।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এমএএএম/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।