ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

লক্ষ্মীপুরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রী দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫২, জানুয়ারি ২৬, ২০১৭
লক্ষ্মীপুরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রী দগ্ধ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নার্গিস আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী দগ্ধ হয়েছে। এতে তার ডান হাত ও পিটের বেশ কিছু অংশ পুড়ে যায়। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজ বিদ্যালয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে।

নার্গিস আঠিয়াতলী গ্রামের মৃত জামাল উদ্দিনের মেয়ে। সে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান চলছিল। এসময় বিদ্যালয়ের ছাদে ওঠে বন্ধুদের নিয়ে ছবি তুলতে গেলে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে ওই ছাত্রী দগ্ধ হয়।

পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।