ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় জড়িত ১২ পুলিশ শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, জানুয়ারি ২৬, ২০১৭
সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় জড়িত ১২ পুলিশ শনাক্ত হরতালের ফুটেজ নেওয়ার সময় সাংবাদিকদের লাঞ্ছনাকারী শাহবাগ থানার পুলিশ সদস্যরা- ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীতে খনিজ সম্পদ রক্ষা কমিটির হরতালের ফুটেজ নেওয়ার সময় সাংবাদিক লাঞ্ছনাকারী শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এরশাদ মন্ডলকে সাময়িক বরখাস্তসহ আরও ১২ পুলিশ সদস্যকে শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার বাংলানিউজকে এ বিষটি নিশ্চিত করেন।

তিনি বলেন, সাংবাদিক লাঞ্ছিনার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ভিকটিমদের সহায়তায় ও ছবি দেখে প্রথমিকভাবে আরও ১২ জনকে শনাক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কোনো ব্যক্তির দায় পুলিশ নেবে না। এটি সম্পূর্ণ অনাকাঙ্খিত ঘটনা। এ ঘটনায় ব্যক্তিগতভাবে খুবই লজ্জিত ও বিব্রত।

কি কারণে সাংবাদিকদের ওপর আক্রমণ করা হয়েছিলো জানতে চাইলে ডিসি মারুফ হোসেন বলেন, তদন্ত না করে বিষয়টি বলা যাচ্ছে না।

এদিকে ওই ঘটনায় এটিএন নিউজের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, আমরা সবসময়ই সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আসছি। পুলিশ ও সাংবাদিক পাশাপাশি কাজ করে, তাদের কাছ থেকে বিষয়টি কাম্য নয়।

শাহবাগ থানা কর্তৃপক্ষ এ ঘটনায় কি ব্যবস্থা নেয় সেটা দেখে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে দুপুরে হরতালের ভিডিও ফুটেজ সংগ্রহে গেলে পুলিশের হাতে লাঞ্ছিত হন এটিএন নিউজের ক্যামেরাপারসন আব্দুল আলিম ও রিপোর্টার ইসান বিন দিদার।

এ সময় দিদার পুলিশকে সাংবাদিক পরিচয় দিলেও তারা এ বিষয়ে কর্ণপাত করেননি বলে অভিযোগ করেন তিনি।

ক্যামেরাপারসন আব্দুল আলিম বলেন, হাতে ক্যামেরা থাকা সত্ত্বেও আমাকে রাইফেল দিয়ে আঘাত করা হয়। পরে থানার ভেতরে নিয়ে আরও লাঞ্ছিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জনুয়ারি ২৬, ২০১৭
পিএম/জিপি/বিএস

** সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত এএসআই বরখাস্ত
** হরতালের ফুটেজ সংগ্রহে পুলিশের হাতে লাঞ্ছিত দুই সাংবাদিক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।