ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

ঢামেক হাসপাতালে হাজতির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৪, ডিসেম্বর ১২, ২০১৬
ঢামেক হাসপাতালে হাজতির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাউছার আহাম্মেদ টিপু (৪১) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাউছার আহাম্মেদ টিপু (৪১) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানিগঞ্জ) থেকে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে আসা হলে বেলা পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেকের ডিউটিরত কারারক্ষী জাকারিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কারাগারে হঠাৎ অচেতন হয়ে পড়লে আসামি টিপুকে চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে আসা হয়।

মৃত এই হাজতি ভাষানটেক থানায় মাদকদ্রব্য মামলার আসামি ছিলেন। তার বাবার নাম জাহাঙ্গির আলম।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এজেডএস/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।