অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি এন জ্যাকবসন।
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ের দপ্তরে তাদের এ সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা ও সাংস্কৃতিক দল বিনিময়, বাংলাদেশি তরুণদের জন্য চলচ্চিত্র প্রশিক্ষণ কর্মশালা ইত্যাদি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷
এতে বলা হয়, সংস্কৃতি উপদেষ্টা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণে তার মন্ত্রণালয়ের গৃহীত উদ্যোগ ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।
মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছরপূর্তিতে বাংলাদেশের সাথে নানা কর্মসূচির আগ্রহের কথা জানালে উপদেষ্টা তা স্বাগত জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এসকে/এএটি