রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কুলশিক্ষক মাহরিন চৌধুরীর সাহসের প্রশংসা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম।
বুধবার (২৩ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি তার প্রশংসা করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ফেসবুকে লিখেছেন, ঢাকার একটি স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে বাংলাদেশের জনগণের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। অনেক প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই শিশু। আরও শতাধিক আহত হয়েছে। হতাহতদের মধ্যে ছিলেন একজন শিক্ষিকা মাহরিন চৌধুরী, যিনি তার ছাত্রদের নিরাপদে সরিয়ে নিতে ও তাদের বাঁচাতে সাহসিকতার সাথে ধোঁয়া ও আগুনের মধ্যে গিয়েছিলেন। তার অসীম সাহস ভোলা যাবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশে আমাদের ভাই-বোনদের সঙ্গে মালয়েশিয়ার সংহতি প্রকাশ করতে আমি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখব। এই শোকের মুহূর্তে, আমরা আপনাদের সাথে আছি। আমরা প্রতিটি প্রাণহানি এবং প্রতিটি পরিবার বিধ্বস্ত হওয়ার জন্য শোক প্রকাশ করছি।
সোমবার (২১ জুলাই) দুপুরে প্রতিদিনের মতো শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে তুলে দেওয়ার দায়িত্ব পালন করছিলেন মাহরিন। হঠাৎ করেই প্রশিক্ষণ বিমানটি ভবনে আছড়ে পড়ে, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। দগ্ধ শরীর নিয়েও তিনি ২০ শিক্ষার্থীকে নিরাপদে বের করে দেওয়ার চেষ্টা চালিয়ে যান। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এ ছাড়া এ ঘটনায় ৩২ জন নিহত হয়েছে ও আহত হয়েছে ১৭০ জন।
টিআর/এএটি