ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

এই মুহূর্তে দগ্ধদের বিদেশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই: পরিচালক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, জুলাই ২৩, ২০২৫
এই মুহূর্তে দগ্ধদের বিদেশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই: পরিচালক সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন।

ঢাকা: রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে দগ্ধদের মধ্যে আপাতত কাউকেই দেশের বাইরে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন।

তিনি বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক দল আরও কয়েকদিন এসব রোগীদের পর্যবেক্ষণ করবেন।

বুধবার (২৩ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, এখন পর্যন্ত এ দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ৪৪ জন রোগী ভর্তি রয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক দলের সঙ্গে তাদের চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে। এক্সপার্টদের সঙ্গে প্রতিটি রোগীর বিষয়ে আলাদা আলাদাভাবে পর্যালোচনা হয়েছে। তারাও গুরুত্বপূর্ণ ডিসিশন দিয়েছে।

তিনি আরও বলেন, এরপর আমরা এসব রোগীদের কয়েকভাবে বিভক্ত করেছি। এদের মধ্যে ক্রিটিকাল ক্যাটাগরিতে আটজনকে, ১৩ জনকে সিবিআর, আর ২৩ জনকে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে ধরা হয়েছে। প্রতি ঘণ্টায় ঘণ্টায় এসব রোগীদের অবস্থার পরিবর্তন হয়। এজন্য আমরা ১২ ঘণ্টা অন্তর অন্তর মিটিংয়ে বসবো। সেই ডিসিশন অনুযায়ী তাদের চিকিৎসা চলবে।

এক প্রশ্নের জবাবে ডা. নাসির উদ্দিন বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক দল কতদিন আমাদের দেশে থেকে চিকিৎসা দেবেন সে বিষয়ে এখনও তাদের সঙ্গে কথা হয়নি।

এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।