ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৫, ডিসেম্বর ১২, ২০১৬
কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

কুষ্টিয়া সদর উপজেলা থেকে অগ্নেয়াস্ত্রসহ জাহিদ নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার মঙ্গলবাড়ীয়া বাধপাড়া এল‍াকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলা থেকে অগ্নেয়াস্ত্রসহ জাহিদ নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
রোববার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার মঙ্গলবাড়ীয়া বাধপাড়া এল‍াকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।


 
এসময় তার ঘরে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটক জাহিদ মঙ্গলবাড়ীয়া বাধপাড়া এলাকার খবির উদ্দিনের ছেলে।

কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদকে আটক করা হয়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, রিভালবার এবং ২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।