ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, জানুয়ারি ২৮, ২০১৬
গোপালগঞ্জে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে শেখ ফজলুল হক মনি অডিটরিয়মে এ উৎসবের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।



বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ উৎসব চলবে আগামী শনিবার পর্যন্ত।

গোপালগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ এন এম মাঈনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদি এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ।
 
পরে জেলার গুণী শিল্পীদের গোপালগঞ্জ জেলা শিল্পকলা একডেমি সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন, সংগীত শিল্পী বিপুল কুমার দাস, যাত্রা শিল্পী সুকলাল ভক্ত, নাট্যকার সনোজ কুন্ডু, বাদ্যযন্ত্রী অ্যাডভোকেট তপন কুমার সরকার ও আবৃত্তিকার মো. মোস্তাফিজুর রহমান সেলিম।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের শো প্রদর্শনের মাধ্যমে প্রথম দিনের সাংস্কৃতিক আয়োজন শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।