ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে বন্ধুদের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, জানুয়ারি ২৮, ২০১৬
ময়মনসিংহে বন্ধুদের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

ময়মনসিংহ: ময়মনসিংহে মুহতাসিম বিল্লাহ (১৪) নামে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার বন্ধুরা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে গুরুতর জখম হওয়ার পর সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।



রাত ৭টায় কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, কথা কাটাকাটির জের ধরে বিকেলে নগরীর কলেজ রোড এলাকায় ওই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে তার বন্ধুরা। তৎক্ষণাৎ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।