ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে ৫ পদে জয়ী বিএনপির প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, জানুয়ারি ২৮, ২০১৬
ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে ৫ পদে জয়ী বিএনপির প্রার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলে সভাপতি-সম্পাদকসহ পাঁচটি পদে জয়ী হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে সংশ্লিষ্ট নির্বাচনের রিটার্নিং অফিসার অ্যাডভোকেট গিয়াস উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।



এর আগে বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৭৪৮জন আইনজীবী গোপন ব্যালটে তাদের ভোট দেয়।      

বিএনপি সমর্থিত প্যানেলে নির্বাচিতরা হলেন- সভাপতি শ্রী বাধঁন কুমার গোস্বামী, সহ-সভাপতি মমরুজুল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নূরুল হক, সহকারী সম্পাদক শামীম আল মামুন ও সদস্য মুক্তাদেরা আউয়াল তানভীর।

এছাড়াও আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি রাখাল চন্দ্র সরকার, সহকারী সম্পাদক জসিম উদ্দিন, মোহাম্মদ আলী, অডিটর আনোয়ারুল ইসলাম ফকির, সদস্য আব্দুল্লাহ আমির খসরু, ইকবাল হোসেন খান, হাবিবুল ইসলাম রানা, আব্দুল্লাহ, মোহাম্মদ শহীদুল্লাহ সিরাজ, মতিউর রহমান ফয়সাল।  
 
এদিকে দলের দুঃসময়ে আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলে সভাপতি-সম্পাদকসহ পাঁচটি পদে জয়ে উচ্ছ্বসিত জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

দুপুরে ফলাফল ঘোষণার পর নবনির্বাচিতদের অভিনন্দন জানান দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, শহর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম মাহাবুব ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না।

এছাড়াও কেন্দ্রীয় যুবদল নেতা লিটন আকন্দের পক্ষে এবং স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল ও কৃষক দলের পক্ষে নবনির্বাচিতদের শুভেচ্ছা জানান নেতারা।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।