ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

দুই বন্ধুর মারামারি থামাতে গিয়ে খুন হলেন অপর বন্ধু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, জানুয়ারি ২৮, ২০১৬
দুই বন্ধুর মারামারি থামাতে গিয়ে খুন হলেন অপর বন্ধু

ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই বন্ধুর মধ্যে মারামারি থামাতে গিয়ে রায়হান (২৮) নামে অপর একবন্ধু ছুরিকাঘাতে খুন হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে সোনারগাঁওয়ের চৈতি গার্মেন্টস কারাখানা সংলগ্ন একটি বসার স্থানে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।



পরে গুরুতর আহত অবস্থায় রায়হানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রায়হানের বাড়ি সোনারগাঁওয়ে কামারগাঁও এলাকায়। তার বাবার নাম সোবহান মিয়া।

নিহত রায়হানের বন্ধু সোবহান রনী বাংলানিউজকে জানান, তাদের বন্ধু মোহন ও আলালের সঙ্গে টাকা নিয়ে ঝগড়া হয়। পর্যায়ক্রমে তা মারামারিতে রূপ নেয়। এক সময় দু’জনের মধ্যে আকস্মিকভাবে ছুরি নিয়ে হামলা হয়। এ সময় রায়হান ফেরাতে গেলে ছুরিকাঘাতে তিনি প্রথমে গুরুতর আহত হন, পরে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।