ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

টিআইবির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন নৌমন্ত্রীর

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৬, জানুয়ারি ২৭, ২০১৬
টিআইবির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন নৌমন্ত্রীর নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান

ঢাকা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

তিনি বলেন, ‘দুর্নীতিতে বাংলাদেশ এক নাম্বারে ছিল।

সেখান থেকে তেরোতে এসেছে। বাংলাদেশে অবস্থান আরও ভালো হওয়ার কথা। টিআইবির স্বচ্ছতাই নিয়ে প্রশ্ন আছে। ’

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর মন্ত্রণালয়ে ঢাকার চারপাশের নদীর পানির দূষণ বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব এই প্রশ্ন তোলেন।

ওই বৈঠকে ছয়টি মন্ত্রণালয়ের মন্ত্রী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এমএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ