ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহ ক্যাডেট কলেজের উদ্যোগে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, জানুয়ারি ২৭, ২০১৬
ঝিনাইদহ ক্যাডেট কলেজের উদ্যোগে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ ক্যাডেট কলেজের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঝিনাইদহ ক্যাডেট কলেজ প্রাঙ্গণে তিন শতাধিক শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।



কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মো. সাদিকুল বারী (পিএসসি)।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আতিকুর রহমান, সহকারী অধ্যাপক আব্বাস আলী, শরিফুজ্জামান, নুরুল্লাহ।

বিতরণের শুরুতে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরে এক্সিম ব্যাংকের সৌজন্যে ক্যাডেট কলেজের আয়োজনে তিন শতাধিক অসহায়-দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ