ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

বট গাছের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, জানুয়ারি ১৮, ২০১৬
বট গাছের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ গেট সংলগ্ন বাংলাদেশ চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি কার্যালয়ের বিপরীত পাশে একটি বট গাছের নিচে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে।

সোমবার (১৮ জানুয়ারি) রাত ৮টার দিকে রাস্তার পাশে এ সংবাদ লেখার সময় ওই এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।



পথচারীরা জানান, গত তিন/চার দিন ধরে ওই ব্যক্তি সেখানে পড়ে আছেন। ওই ব্যক্তি মাদক সেবনকারী হতে পারে। মৃত ব্যক্তির পরনে দু’টি ময়লাযুক্ত গেঞ্জি, একটি চেক লুঙ্গি রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে বলেন, আমরা এই মাত্র বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এজেডএস/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।