ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে দু’রাষ্ট্রদূতের পরিচয় পেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, জানুয়ারি ১৮, ২০১৬
মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে দু’রাষ্ট্রদূতের পরিচয় পেশ

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে মঙ্গলবার (১৯ জানুয়ারি) পরিচয়পত্র পেশ করবেন ঢাকায় নব নিযুক্ত ভারত ও ব্রিটিশ হাইকমিশনার।

সোমবার (১৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।



সূত্র জানায়, বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে নিজের পরিচয় পত্র পেশ করবেন নব নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক।

আর এদিন বিকেল সোয়া ৪টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নিজের পরিচয় দেবেন পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হওয়া নতুন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।  
এর আগে গত বুধবার, ১৩ জানুয়ারি ঢাকায় রবার্ট গিবসনের বদলে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে ঢাকায় আসেন ব্রিটিশ কূটনীতিক অ্যালিসেন ব্লেক।

এর একদিন পর অর্থাৎ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকায় পৌঁছান সদ্য ব্যাংকক ফেরত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা।

ওই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কূটনীতিক বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বি-পক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করাই হচ্ছে আমার লক্ষ্য।

এদিকে ঢাকায় নতুন কর্মস্থলে কাজের বিভিন্ন দিক নিয়ে ২০ জানুয়ারি প্রথমবারের মতো ব্রিটিশ হাইকমিশনে সংবাদ সম্মেলন করবেন অ্যালিসেন ব্লেক।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
জেপি/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।