ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

সিভিল এভিয়েশনের সহকারী পরিচালকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, জানুয়ারি ২৬, ২০১৫
সিভিল এভিয়েশনের সহকারী পরিচালকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

ঢাকা: ক্ষমতার অপব্যবহার করে ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অপরাধে সিভিল এভিয়েশনের পরিচালক আবু সাঈদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
সোমবার (২৬ জানুয়ারি) কমিশনের নিয়মিত সভায় মামলার অনুমোদন হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।



তিনি বলেন, দুদকের প্রাথমিক অনুসন্ধানে উৎকোচ গ্রহণের সত্যতা পাওয়ায় মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই মামলাটি দায়ের করা হবে বলে জানান তিনি।
 
জানা গেছে, দুদকের অনুসন্ধানে আবু সাঈদের বিরুদ্ধে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
 
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।